Monday, October 15, 2012

আমলকী

অনলাইন ডেস্ক
ইংরেজি নাম Indian gooseberry” আমলকী একপ্রকার ভেষজ ফল এর বহুবিধ ঔষধি গুণ রয়েছে এটি রুচিবর্ধক ১০-২০ ফুট উচ্চতা বিশিষ্ট পাতা ঝরা গাছ হালকা সবুজ পাতা, যৌগিক পত্রের পত্রক ছোট, ১/২ ইঞ্চি লম্বা হয় হালকা সবুজ স্ত্রী ও পুরুষফুল একই গাছে ধরে ফল হালকা সবুজ বা হলুদ ও গোলাকৃতি ব্যাস ১/২ ইঞ্চির কম বেশি হয় কাঠ অনুজ্জল লাল বা বাদামি লাল ভিটামিন সি এর পরিমাণ গড়ে ১০০ গ্রামে ৭০০-১৬০০ মিলি গ্রাম আন্যতম ভিটামিন সির উৎস বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, মালয়েশিয়া ও চীনে দেখা যায় বাংলাদেশের
প্রায় সব অঞ্চলে ই দেখা যায় আগষ্ট - নভেম্বর পর্যন্ত পাওয়া যায় রুচিবর্ধক গাছ ৪/৫ বছর বয়সে ফল দেয়

আমলকির ভেষজ গুণ রয়েছে অনেক ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয় বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয় বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময় আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকায় একে ভিটামিন সির রাজা বলা হয় লেবু জাতীয় অন্য কোনো ফলে এত ভিটামিন সি নেই পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০ মিলিগ্রাম ভিটামিন সি দরকার দিনে দুটো আমলকি খেলে এ পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় অতিরিক্ত ভিটামিন সি খেলে শরীরের কোনো ক্ষতি হয় নাআমলকির গুণের কথা বলে শেষ করা যাবে না খাবার খেতে ভালো না লাগলে অরুচি হলে আমলকি খেলে মুখে রুচি বাড়ে স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে ছোট্ট এ আমলকি ফলটি বিবেচিত আমলকি, হরিতকী ও বহেড়াকে একত্রে ত্রিফলা বলা হয় এ তিনটি শুকনো ফল একত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি পেটে শরবত হিসেবে খেলে পেটের অসুখ ভালো হয় বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকি ব্যবহার হয় কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে কাঁচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুতিন ঘন্টা রেখে দিতে হবে এভাবে একমাস মাখলে চুলের গোড়া শক্ত, চুল উঠা এবং তাড়াতড়ি চুল পাকা বন্ধ হবে

ঔষধিগুণ:
§  আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে
§  বমি বন্থে কাজ করে
§  দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী

No comments:

Post a Comment